পাইকগাছা থানা পুলিশের সহায়তায় বিকাশের লাখ টাকা উদ্ধার
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছার থানা পুলিশের সহায়তায় হোটেল ব্যবসায়ীর অসাবধানতাবশত বিকাশের ভুল নম্বরে চলে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করেছে পাইকগাছা থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, গত ১১ দিন আগে সেলিম অসাবধানতাবশত নির্দিষ্ট নাম্বারের পরিবর্তে ভিন্ন নম্বরে এক লক্ষ টাকা সেন্ড করেন।
পরবর্তীতে তিনি পাইকগাছা থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এস আই অমিত দেবনাথের আপ্রাণ চেষ্টায় টাকাটি উদ্ধার করা সম্ভব হয়।
জানা যায়, থানা পুলিশ ডিজিটাল উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা জেলা আওতাধীন জনৈক ফরহাদ হোসেনের কাছ থেকে টাকা উদ্ধার করে গতকাল বুধবার ১৭ এপ্রিল সেলিমকে উদ্ধারকৃত টাকা হস্তান্তর করেছেন।
এবিষয়ে মোঃ সেলিম হাওলাদার জানান, অসাবধানতাবশত ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবি খুশি হয়েছি, পাশাপাশি থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন,(ওসি তদন্ত) ইদ্রিসুর রহমান, সাব ইন্সপেক্টর নুর-আলম সহ ভুক্তভোগী মোঃ সেলিম হাওলাদার ও সাংবাদিক বৃন্দ।