পাইকগাছা পৌরসভায় ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান
এম জালাল উদ্দীন:পাইকগাছা
খুলনার পাইকগাছা পৌরসভার ৫ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ড্রেনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে পানি নিষ্কাশনে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এর ফলে ওইসব এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠছিল।
এমন পরিস্থিতিতে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে সংশ্লিষ্ট ড্রেনগুলোর ভেতরে জমে থাকা ময়লা, কাদা ও আবর্জনা অপসারণের কাজ চলমান রয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় ড্রেনগুলো কার্যত বন্ধ হয়ে পড়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়ছিল। পাশাপাশি নোংরা পানিতে এডিস মশা জন্ম নেওয়ার ঝুঁকি বাড়ায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আশঙ্কা তৈরি হয়।
এ বিষয়ে পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং এডিস মশার বিস্তার রোধে ড্রেন পরিষ্কার কার্যক্রম অত্যন্ত জরুরি। পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে পৌর প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ কাজে পৌরবাসীকেও সচেতন হয়ে ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার করা হলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব হবে।
জনস্বাস্থ্য রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পাইকগাছা পৌরসভার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





