পাটকেলঘাটা বিএনপির ত্যাগের প্রতীক ডাঃ মামুনুর রহমান খান

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গরীবের ডাক্তার ক্ষ্যাত জাতীয়তাবাদী আদর্শের এক জীবন্ত প্রতিচ্ছবি ডাক্তার মামুনুর রহমান খান।
বিগত ফ্যাসিস্ট শাসনের দুঃসময়ে যখন বিএনপি কার্যত ঘরছাড়া তখন তাঁর পল্লী চিকিৎসা কেন্দ্রই হয়ে ওঠে নেতাকর্মীদের আশ্রয়স্থল। ঐতিহ্যবাহী পাটকেলঘাটার কালীবাড়ি রোডের ছোট্ট ঘর থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় কার্যক্রম পরিচালিত হয়েছে বর্তমানে এখনও চলমান।
জেল,জুলুম, মামলা-হয়রানি সবই মাথা পেতে নিয়েছেন দলের জন্য।
তিনি সরুলিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য, তালা উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সব ধর্মীয় ও সামাজিক খাতে তাঁর দানের হাত ছুঁয়ে গেছে অনেক দুর পর্যান্ত।
সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে সর্বাধিক গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী হিসেবে নেতাকর্মীদের মুখে উঠে এসেছেন ডাঃ মামুনুর রহমান খান।
ডাক্তার মামুনুর রহমান খান সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন,যেন তিনি আরও বৃহৎ পরিসরে দল ও দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন।
দীর্ঘ ১৭ বছর ধরে তিনি শুধু দলের নেতা কর্মীদের নয় অসহায় সাধারণ মানুষেরও ভরসাস্থল হয়ে আছেন। বিএনপির দুঃসময় হোক কিংবা সুসময় সর্বদা তিনিরকর্মীদের পাশে থেকেছেন । দীর্ঘদিন তাঁর চেম্বারই ছিলো সরুলিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের একমাত্র আড্ডাখানা ও ভরসার কেন্দ্র।
তিনি রাজনীতির পাশাপাশি মানবসেবার মানসে তিনি ব্যাপক পরিচিত। প্রতিদিন অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা ও পরামর্শ দিয়ে আসছেন তিনি। এজন্য সাধারণ মানুষ তাঁকে চেনে “ডাঃ মামুন” নামেই।
একাধিক নেতাকর্মীরা জানান,ডাক্তার মামুনুর রহমান খান বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ। দুঃসময় কিংবা সুসময় তিনি কর্মীদের মূল্যায়ন করেছেন। তাঁর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে।
বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের আমলে ডাক্তার মামুনুর রহমান খান অন্তত আটটি রাজনৈতিক মামলার স্বীকার হয়েছেন। তিনি জুলাই ২৪ ছাত্র আন্দোলনে সমর্থন জানানোর কারণে পাটকেলঘাটা থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে এভাবে একাধিকবার কারাবরণ করেছেন তিনি।
স্থানীয় ও বিএনপির নেতা কর্মীদের ভাষ্যমতে, মানবসেবার প্রতীক ডাক্তার মামুনুর রহমান খাঁন ইতিমধ্যেই জনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাই পাটকেলঘাটার রাজধানী ক্ষ্যাত ৩ নং সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে তাকেই সর্বাধিক গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখছেন ।
দলটির একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জানাগেছে,ডাক্তার মামুনুর রহমান খান এ পদের জন্য যোগ্য।তার নেতৃত্বের সরুলিয়া ইউনিয়ন বিএনপি হবে আরও সুসংগঠিত ও শক্তিশালী।