অর্থনীতি

পাথরঘাটায় সারবোঝাই ট্রাক উল্টে আহত ২

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বরগুনার পাথরঘাটায় সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে চালক ও হেলপার আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে বরগুনাগামী সারবোঝাই ট্রাকটি (লাইসেন্স নং ঢাকা মেট্রো-ট ১৬৭৬৬৬) বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এ সময় চালক মো. আরিফ মিয়া ও হেলপার জাকারিয়া আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “ঘটনার খবর পেয়েছি। আহত চালক ও হেলপার বর্তমানে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুজনই আশঙ্কামুক্ত। ট্রাক উদ্ধারের কাজ চলছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থনীতি

আর্থিক খাতে এত বড় ক্ষত কল্পনাতীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে সেটা বাইরে থেকে কল্পনাও করা
Uncategorized অর্থনীতি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত “শৈল্পিক নির্মানে রাজমিস্ত্রীর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের