সারাদেশ

পাবনায় কারিগরি ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার পাবনা

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর আয়োজনে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা পাবনায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে।

কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা বুধবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের করে সিংগা বাইপাস হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়।

এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় প্রতিনিধি হেলাল আহমেদ (শুভ) ও সুমাইয়া খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম উদ্দিন সাদ, ইয়াছিন আরাফাত নিরব এবং হেলাল আহমেদ। কিছু সময় মহাসড়ক অবরোধ করার পর তারা ফিরে যায়।

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,