সারাদেশ

পাবনায় স্বামীকে গোরস্থানে বেঁধে স্ত্রী-মেয়েকে অপহরণের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার( পাবনা)

পাবনায় স্বামীকে গোরস্থানে বেঁধে রেখে স্ত্রী ও ১২ বছরের মেয়েকে গভীর রাতে অপহরণের ঘটনায় মামলার মূলহোতা তুহিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক।
তিনি বলেন, ‘গত ২৩ আগস্ট রাত ১টার দিকে পাবনা সদর উপজেলার আরিফপুর গোরস্থান এলাকায় কবরস্থানে স্বামী ওবায়দুল্লাহ সরদারকে বেঁধে রেখে ভাড়া বাসা থেকে মাফিজা খাতুন (২৬) এবং তার কন্যা জুথী খাতুনকে (১২) দুষ্কৃতিকারীরা হাতে পিস্তল, ধারালো চাকু, ছোরা, লোহার হাতুড়ির মুখে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে।

তিনি বলেন, ‘সেখান থেকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের অন্তর্গত বলরামপুরে অজ্ঞাত স্থানের ফাঁকা বাড়িতে আটক করে রাখে। ঘটনাকে কেন্দ্র করে পাবনা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মো. এনামুল হক বলেন, ‘পরে ভিকটিম মাফিজা খাতুন (২৬) নিজেই বাদী হয়ে ছয়জনসহ অজ্ঞাতনামা আরও আট থেকে দশজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূলহোতা তুহিনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। সে সদর উপজেলার রাজাপুরের (বটতলা) মোয়াজ্জেমের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,