শিক্ষাঙ্গন সারাদেশ

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ৩ আবাসিক হলের নাম পরিবর্তন

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার ( পাবনা)

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।

জানা গেছে, শেখ রাসেল ছাত্রাবাসের নাম ‘বিজয় ২৪ ছাত্রাবাস’, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের নাম ‘আয়েশা সিদ্দিকা (রা:) ছাত্রীনিবাস’ এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’ রাখা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) হলগুলোর নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, হলগুলোর সুপার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,