Uncategorized খেলাধুলা সারাদেশ

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


পিরোজপুর জেলা প্রতিনিধি:
“মাদক ও সন্ত্রাস মুক্ত পৌর এলাকা হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে
আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করা হয়েছে। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে মেসার্স জাকিয়া কনস্ট্রাকশন ও মেসার্স নুশাইবা বিল্ডার্স।
এ টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল।
আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি মো. আসলাম শেখ সহ মধ্যরাস্তা যুব সংঘের নেতৃবৃন্দ।
এ টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে।
দলগুলো হল শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট, নূরনবী ফুটবল একাডেমি ঝালকাঠি, ভান্ডারিয়া একাদশ, জিয়া নগর একাদশ, নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব পিরোজপুর, নাজিরপুর ক্রিয়া একাডেমি, উদয়কাঠি যুব সংঘ, ডউয়াতলা ফুটবল একাডেমি বরগুনা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট বনাম নূরনবী ফুটবল একাডেমি ঝালকাঠি।
আয়োজক কমিটির প্রধান মো. আসলাম শেখ বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত পৌর এলাকা হবে জনতার এটা বদিউজ্জামান শেখ রুবেল এর অঙ্গীকার। এই স্লোগান নিয়ে শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল বলেন, যুবকরা দেশের সম্পদ। তারা সমাজের চালিকাশক্তি। সুতরাং, তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে হলে তাদেরকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। পিরোজপুর পৌর এলাকাসহ দেশের যুবসমাজ যাতে ভুল পথে পরিচালিত না হয় এ ব্যাপারে অবিভাবক সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected