Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি:
ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানী টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল্লাহিল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শামসুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডঃ মোহাম্মদ আবু জাফর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ বিন সাঈদ, অধ্যাপক জিয়াউর রহমান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। এছাড়াও বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা মুহাম্মদ ফরিদ আহমেদ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা ওমর ফারুক ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সদস্য সচিব মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সামছুল আলম বলেন, শিক্ষকদের প্রধান কাজ হলো শিক্ষার্থীদের ভালোবাসা অর্জন। তিনি বলেন, শাসন দিয়ে যে কাজ না হয় বরং মমতা দিয়ে তার চেয়ে বেশি কাজ হয়। আপনারা শিক্ষার্থীদের মমতা ও ভালবাসা দিয়ে আগামী দিনের যোগ্য নাগরিক ও সোনার মানুষ হিসেবে গড়ে তুলুন।
এসময় তিনি বলেন, মাদ্রাসায় অনেক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ আছে । আমরা এগুলো দূর করতে একটি টিম গঠন করেছি। তিনি উল্লেখ করেন যে পৃথিবীতে যেসব দেশের শিক্ষায় বাজেট কম তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি বলেন, চাকরির ক্ষেত্রে বিগত সরকারের সময়ে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ইচ্ছে করে পিছিয়ে রাখা হতো। এ সমস্যা দূর করার ব্যাপারে আমরা কাজ করছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
Uncategorized

Sony Laptops Are Still Part Of The Sony Family

Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit ametion consectetur elit. a Vesti at bulum nec odio aea the dumm