পিরোজপুর পৌর মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পিরোজপুর পৌর শাখার ৩ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় পৌরসভার ৩ নং ওয়ার্ডে অবস্থিত বিএনপি নেতা সরোয়ার হোসেনের রাজনৈতিক কার্যালয়ে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির ০১ নং সদস্য ও পিরোজপুর জজকোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আকন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পিরোজপুর পৌর শাখার সভাপতি মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহীদুল্লাহ শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সদস্য সচিব ও বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর সরোয়ার হোসেন হাওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনোয়ারুল ইসলাম পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা জহুরুল হক সহ স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মাতুব্বর।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের দীর্ঘদিন ১৭ বছরে অনিয়ম ও দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও নির্যাতন করে তাদের ধ্বংস করতে চেয়েছিল কিন্তু বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল হওয়ায় তারা কিছুই করতে পারেনি বরং আওয়ামী লীগনিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে। এসময় তারা আরও উল্লেখ করেন, বিএনপি নেতাকর্মীদের যেকোনো অন্যায়, অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। জনগণকে ভালোবাসতে হবে এবং তাদের সুখে দু:খে পাশে এটাই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ।