সারাদেশ

পৈত্রিক ভিটেমাটি ফিরে পেয়ে আবেগাল্পুত রিকশা চালক আব্দুল মান্নান

বেলাল উদ্দিন স্টাফ রিপোর্টার:
১০ জানুয়ারি শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে তার অসহায়ত্বের চিত্রটি দেখা যায়। লোহাগাড়া-সাতকানিয়া সীমান্ত এলাকার  রিকশা চালক মান্নান ৪ সন্তানের জনক তিনি। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রোহাগাড়ার সীমান্ত এলাকার দক্ষিণ চিব্বাড়ি খোন্দকার পাড়ার মৃত হারুনর রশিদের ছেলে। রিকশা চালিয়ে সন্তানের পড়ালেখার খরচ, সংসারের খরচ সামলিয়ে কোন রকমে খোলা আকাশের নিছে দিন যাবন করছিলেন অসহায় মান্নান।
এরি মধ্যে প্রতিপক্ষের বিভিন্ন রকমের হামলা মামলার হয়রানিতে সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব প্রায়। দীর্ঘদিন পর তার পৈত্রিক ভিটেমাটি ফিরে পেয়ে আশার আলো দেখছেন রিকশাচালক মান্নান। তার এই মজলুম জীবনের অসহায়ত্বের কথা বলতে গিয়ে আবেগাল্পুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন, তিনি আক্ষেপ করে বলেন ১৪ শতক জায়গার ভিটেমাটির মধ্যে এখনো ২ শতক জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে।
তিনি বলেন ভিটেমাটি ফিরে পেয়ে অন্তত একটা আশ্রয় পেয়েছি, থাকছি খোলা আকাশের নিছে, বিত্তবানদের সহযোগিতা পেলে সন্তানদের নিয়ে সেখানে একটি ঘর করে বসবাস করতে পারব।
ভিটেমাটি ফিরে পেতে সহযোগিতা করেছেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি এবং বিত্তবানদের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন। যোগাযোগ- +880 1827-272622

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,