সারাদেশ

প্রতিষ্ঠার ১১ বছরে হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- ভূমি অধিগ্রহণ জটিলতা, নির্মাণ ত্রুটি ও বৈদ্যুতিক সংযোগসহ নানা সমস্যার কারণে ১১ বছরেও চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ ২০১৪ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দ্রুত কার্যক্রম শুরু করবে বলে প্রত্যাশা ছিল।

প্রকল্পটি অনুমোদিত হয় ২০১৪ সালে, ব্যয় ধরা হয় ৫৪৬ কোটি টাকা। ২০১৬ সালে কাজ শুরু হলেও ২০২০ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে ভূমি অধিগ্রহণ জটিলতা, করোনার প্রভাব ও নির্মাণ ত্রুটির কারণে কাজ তিন দফা পিছিয়ে যায়। দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে ভবনে ফাটল দেখা দেয়, দেয়ালে ড্যাম্প পড়ে, ফলে উদ্বেগ আরও বাড়ে।

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, বর্তমানে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকে, যা চিকিৎসা সেবায় বিশাল চ্যালেঞ্জ তৈরি করছে। নতুন হাসপাতাল চালু হলে স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রকল্প পরিচালক ডা. এসএম কবির হাসান জানান, হাসপাতালের ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে, যন্ত্রপাতি স্থাপন চলমান। জুনের মধ্যে এটি চালুর পরিকল্পনা রয়েছে। একই আশ্বাস দিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস।

হাসপাতালটিতে থাকবে ১৩টি লিফটসহ অত্যাধুনিক চিকিৎসা সুবিধা। সংশোধিত প্রকল্প অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে এবং ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৫১ কোটি টাকা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,