সারাদেশ

প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর আত্মহত্যা

মোঃমনিরুজ্জামান অনিকঃবালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

প্রবাসে(ইতালিতে)থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন নাট্যকর্মী শামীম আকতার (৪০)।ঘটনাটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের।

আজ সোমবার বিকাল ৩ ঘটিকায় জেলার বালিয়াডাঙ্গীর বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। স্থানীয় ও বেসরকারি টেলিভিশনের নাটকে অভিনয়ের কারণে এলাকায় নাট্যকর্মী হিসেবে বেশ পরিচিত ছিল তাঁর।

স্থানীয়সুত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে জায়গা জমি বিক্রি করে ৩০ লাখ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন শামীম আকতার ও স্ত্রী মুক্তা আক্তার দম্পতি।

কিন্তু ভিসা জটিলতার কারণে স্ত্রী চলে গেলেও স্বামী আটকে যান তিনি। চেষ্টা করছিলেন ভিসা জটিলতা কাটিয়ে স্ত্রীর কাছে যাওয়ার। কিন্তু স্ত্রী মুক্তা আক্তার প্রবাসে গিয়ে কোনো কাজ না পেয়ে দিশেহারা।নিজেকে টিকিয়ে রাখতে স্বামীর কাছ থেকে নিতেন টাকা।এদিকে প্রবাসে স্ত্রীকে টাকা পাঠাতে অনেকের কাছে ধার দেনা হয়ে যায় তাঁর।জানা গেছে প্রতি মাসে স্ত্রীকে সত্তর হাজার করে টাকা পাঠাতে হতো।যেখানে প্রবাস থেকে টাকা আসার কথা উল্টো সেখানে টাকা পাঠাতে হচ্ছে।তিনি টাকার চাপ সইতে না পেরে আত্নহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে এ ঘটনায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।বিস্তারিত পরে জানানো হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,