প্রবীণ ব্যাক্তিদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা ব্যয় হ্রাসকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পলাশ উপজেলা প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে প্রবীণ বয়স্ক ব্যাক্তিদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা ব্যয় হ্রাস করার লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পলাশ উপজেলা এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২১ অক্টোবর মঙ্গলবার সকালে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস হল রুমে।
আইএসআইজিওপি প্রকল্পের কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী মোঃ আতিকুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুম ভূইয়া, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবদুল্লাহ আল-মামুন, প্রোগ্রাম অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সমন্বয়কারী মাইনুল হক, মনিটরিং ফ্যাসিলিটর আইএসআইজিওপি মেহেদী হাসান সাব্বির ও শারমিন সুলতানা সহ ইউনিয়ন পরিষদ সচিব, সদস্য,সাংবাদিক, এনজিও কর্মী, ফার্মাসিস্ট,প্রাইভেট সেক্টর কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধীগ্ণ উপস্থিত ছিলেন।
এসময় প্রবীণ ব্যাক্তিদের পক্ষ থেকে প্রবীণদের জন্য স্বাস্থ্য কার্ড, আলাদা কাউন্টার, ঔষধের ব্যবস্থা করা, স্বাস্থ্য পরিক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থার দাবী জানানো হয়