শিক্ষাঙ্গন

‘প্রশাসনের পিঠের চামড়া থাকবে না’ বলে হুমকি ইবি ছাত্রদল নেতার

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ বলেন, সাজিদ আব্দুল্লাহ’র হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যদি গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপনাদের পিঠের চামড়া রাখবে না।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচতলায় সাজিদ হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে বিষয় দেয়ার প্রশাসনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সাজিদের একজন আত্মীয় বলেছেন তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এ ঘটনায় কোনো পদক্ষেপ নিয়েছে? কে বা কারা হুমকি দিল প্রশাসন কি তা জানার চেষ্টা করেছে? না, তারা এটা করে নাই।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আবু দাউদ, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, আবু সাইদ রনি, নুর উদ্দিন, রাফিজ-সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

 

প্রসঙ্গত, গত ১৭ জুলাই ২০২৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের লাশ ভেসে থাকতে দেখা যায়। ময়নাতদন্তের রিপোর্টে থেকে জানা যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর দীর্ঘদিন পরে গত সেপ্টেম্বরের ১৬ তারিখে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এই মামলা হাতে পায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর