Uncategorized

ফরিদগঞ্জে আগুনে পুড়লো বসতঘর

মোঃ সোহেল রানা, ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দঃ ইউনিয়নে  বসতঘরে আকস্মিক আগুম লেগে একটি বড় ঘর দুইটি ছোট ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান ৫/৬ লক্ষ টাকা ধারনা কার হচ্ছে।

এঘটনা ৪ ডিসেম্বর (বুধবার ) সাড়ে নয়টার সময় উপজেলার পূর্ব দায়চারা গ্রামের পালের বাড়ীর মৃত ফয়েজ উল্লাহ বসতঘরে ঘটে। বর্তমানে বসত ঘরে বসবাস করতো তার স্ত্রী ফাতেমা বেগম(৪৫)। পাশের বিল্ডিংএ কাজ করতে আসা তসলিম গাজি বলেন, দেখেছি এককোনায় আগুন ধরেছে, সাথে সাথে পুরো ঘরের চারদিকে ছড়িয়ে যায় ।

একই বাড়ির মাসুদ বলেন, বিভিন্ন সময়ে হটাৎ করে লেপতোশকে আগুন জ্বলতো। যদি কেউ পাশে থাকে তখন হাত দিয়ে অথবা কিছু দিয়ে চাপা দিলে আগুনটা নিবে যেতো। আগুনটা কই থেকে লাগতো তা কেউই বলতে পারতো না। মাঝেমাঝে  আগুনের সূত্রপাত হতো। এটা প্রায় গত দুই মাস যাবত।  তেমন কোন ক্ষয়ক্ষতি হতো না। কিন্তু আজ সকালে তোশকে আগুন লাগলে তা নিভিয়ে পেলেন তিনি।  কিছুক্ষণ পরে মৃত ফয়েজ উল্লাহর স্ত্রীকে ডেকে বলে ঘর থেকে আগুনের ধোঁয়া উঠতেছে। আমি সে সময় বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। গিয়ে দেখি ঘরের চারদিকে ধোঁয়া উঠতেছে। কয়েক মিনিটের মধ্যে পুরো ঘরে আগো জ্বলে উঠলো। এরমধ্যে ফায়ার সার্ভিসকে কল দিলে তারা এসে আগুন নিভানোর চেষ্টা করেন।

তিনি আরও বলেন, এমন ঘটনা ইতিপূর্বে  পাশের চন্দের বাড়িতে ঘটতো। এখন আমাদের বাড়িতে ঘটলো। এমন ঘটনায় পুরো বাড়ির মানুষ হতবাক। এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাড়ির মানুষ স্তব্ধ হয়ে গেছে।

মৃত ফয়েজ উল্লাহর ছেলে হাফেজ মাসুদুর রহমান বলেন, এঘরটিতে শুধু আমার মা আর ছোট ভাই থাকে, বর্তমানে ছোট ভাই ঢাকাতে পড়াশুনার করে। সকালে নাকি তোশকে আগুন লাগলে মা নিভিয়ে পেলেন। পরে মা বিভিন্ন কাজে ঘরের বাহিরে। এর মধ্যে আগুনে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি মায়ের পরনের পোশাক ছাড়া। আমাদের ক্ষয়ক্ষতি প্রায় ৫/৬ লক্ষ টাকার মত হয়েছে। ফরিদগঞ্জ ফায়ারসার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিবানোর চেষ্টা করেছি। আগুন দ্রুত ছড়িয়ে পড়াতে তেমন কিছুই রক্ষা হয়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানাযায়নি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized

Sony Laptops Are Still Part Of The Sony Family

Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit ametion consectetur elit. a Vesti at bulum nec odio aea the dumm
Uncategorized

African Nations Are Struggling To Save Ready Their Wildlife

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected