ফরিদগঞ্জে ইসকন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
মোঃ সোহেল রানা, ফরিদগঞ্জ প্রতিনিধি:
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ এবং ইসকনকে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ ইমাম খতিব ও তৌহিদী জনতার ব্যনারে বিক্ষোভ মিছিলটি হয়। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
পরে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসস্ট্যাণ্ড মসজিদের খতিব মাও. আনাস, তুলাতুলি মসজিদের খতিব মুফতি মাও.আনোয়ার হোসাইন, সাবেক পৌর কাউন্সিলর হোসেন গাজী, সাবেক ইউপি সদস্য বাবুল পাটওয়ারী, আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।