ফরিদগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন হারুনুর রশীদ বলেন, যারা বেগম জিয়াকে মানে তারেক রহমানকে মানে তারা ধানের শীষ মার্কার বিপরীতে যেতে পারে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন। এদিক সেদিক তাকানোর সুযোগ নেই। মা-বোনদের বলবেন ধানের শীষে ভোট দোওয়ার জন্য। শহীদ জিয়ার দল তারেক জিয়ার দলের বাহিরে আমরা কিছু চিন্তা করতে চাই না।
খালেদা জিয়া ও তারেক রহমানের ঠিকানা বাংলাদেশ। শেখ হাসিনার ঠিকানা ইন্ডিয়া। আর আমাদের ঠিকানা বাংলাদেশ। দেশনায়ক তারেক রহমান মসনদে বসতে পারলে ফরিদগঞ্জকে ঢেলে সাজাতে পারবো। জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। সামনে আমাদের একটি কঠিন পরীক্ষা। জনগণের কাছ থেকে ভোট প্রার্থনা করে ভোট আনতে হবে। জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্ক্ষিত প্রতীক্ষা সফল হবে। কারো ব্যক্তিগত স্বার্থ আপনারা হাসিল করার চেষ্টা করবেন না। আপনারা ভুলে যাবেন না তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আপনারা কোনো কিছু চিন্তা করবেন না। যতই দুরুত্ব থাকুক না কেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে ধানের শীষের জন্য। আপনারা জানেন ফ্যাসিবাদিরা এখনো এ দেশে আছে। নব্য ফ্যাসিবাদ জন্ম নিয়েছে। সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমি কোনোকিছু না জনগণ হলো প্রধান ধানের শীষ হলো প্রধান। আপনারা ধানের শীষের পক্ষে সবাই কাজ করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খাঁন, পৌর বিএনপি নেতা বিল্লাল কোম্পানি, মোখলেছুর রহমান ভুট্টো, এম. এম. টুটুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজি, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, মনির মাস্টার, হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন্দ সুজন প্রমুখ।
পরে ফরিদগঞ্জে নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড এসে শেষ হয়।




