ফরিদগঞ্জে জামাআত প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজির নির্বাচনী জনসভা
মোঃ সোহেল রানা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ চাঁদপুরের ফরিদগঞ্জ -৪ আসনে জামাআতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(২৮ জানুয়ারী) বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।
প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন মিয়াজি বলেন, শুধু চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নয় বরং সারাদেশেই দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই বরং দেশকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী বৃত্তে ফেরানোর চক্রান্ত চলছে। তাই দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করে সকল শ্রেণির মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। মা বোনদের বলবো আপনারা অবশ্যই ভোট দিতে যাবেন। এটা আপনাদের অধিকার। আপনারা আপনাদের অধিকার থেকে কেন বঞ্চিত হবেন? আমরা নারীদের উৎসাহ দিচ্ছি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। অথচ একটি দল আমাদের মায়েদের উপর অত্যাচার করছেন। হিজাব ধরে টানছে, লাথি মারছে। অথচ তারা আবার ফ্যামি কার্ডের ট্যাবলেট বিক্রি করছে। আপনাদের ধোকা মানুষ বুঝে গেছে।” তিনি উপস্থিত জনসাধারণকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ফরিদগঞ্জ উপজেলা জামায়াত ইসলাম’র অফিস সম্পাদক মাওলানা ইয়াহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. হারুন আর-রশিদ। চাঁদপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আ. মান্নান খাঁন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর জেলা কমিটির সহ- সভাপতি অধ্যাপক শাহ আলম। ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইউনুস হেলাল। ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন। চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। ফরিদগঞ্জ ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আবু তাহেরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও মিছিল করেন। সাধারণ মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন।




