ফরিদগঞ্জে বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন ইউএনও সেটু কুমার বড়ুয়া
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া।
মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর সালেহ আহমেদ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ মাও. মফিজুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য মো. মতিউর রহমান , অভিভাবক সদস্য এমরান হোসেন সোহেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।
এতে আরও বলা হয়, এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করতে
হবে। মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কোনো কাজ হলে যে কোনো সময় এই কমিটি বাতিল হবে।
এ বিষয়ে জানতে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সেটু কুমার বড়ুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ১৪ অক্টোবর ২০২৫ এ ফরিদগঞ্জে যোগদান করেন। তিনি পূর্বে লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি’র উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করার কথা ছিল, কিন্তু পরে ফরিদগঞ্জে বদলি হন। তিনি বিসিএস ৩৬ ব্যাচের একজন কর্মকর্তা।



