ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম.হান্নানের সমর্থনে ১৬ নং (দঃ) ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪ টার দিকে গৃদকালিন্দিয়া স’মিল থেকে শোভাযাত্রাটি বের হয়ে রুস্তমপুর, কাওনিয়া, বর্ডার বাজার, চৌমুহনী বাজার, সাহেবগঞ্জসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় শতশত মোটর সাইকেলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
ব্যতিক্রম এই আয়োজন প্রচারণাকে ভিন্নমাত্রার আমেজ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, আনন্দ উৎসাহ নিয়ে আলহাজ্ব এম.এ হান্নানকে ভালোবেসে নিজ উদ্যোগে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি।
শোভাযাত্রাটি শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালেক পাটওয়ারী বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার জেলে গিয়েছি। শহীদ জিয়ার আদর্শ থেকে এক পা পিছনে হটিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আলহাজ্ব এম.এ হান্নান ফরিদগঞ্জ মাটি ও মানুষের জন্য কাজ করেছেন। আমরা আজ মোটরসাইকেল নিয়ে রাজপথে নেমেছি এম.এ হান্নান সাহেবের পক্ষে যাতে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হিসেবে তাকে মনোনয়ন দেয়া হয়।
শোভাযাত্রা শেষে বক্তব্য আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খাঁন, যুগ্ন সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন যুবদল সভাপতি ফয়েজ খান, সম্পাদক জামাল বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব রিপন, শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবুল, ছাত্রদলের সেক্রেটারী হাসান রাইকবর, সহ সাংগঠনিক সম্পাদক রিফাত, ছাত্রদল নেতা রাফি প্রমুখ।

