ফরিদগঞ্জে শীতার্তদের কম্বল বিতরণ করল আইএফআইসি ব্যাংক
মোঃ সোহেল রানা :
আইএফআইসি ব্যাংকের ফরিদগঞ্জ শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল চাঁদপুর ফরিদগঞ্জ বাজারে অবস্থিত জয়া প্লাজার অবস্থিত আইএফআইসি ব্যাংকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আইএফআইসি ব্যাংকের ফরিদগঞ্জ উপশাখার ইনচার্জ অমিত চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ফারুকুল ইসলাম গাজী, ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার কামরুদ্দুজা সিফাত।
এ সময় অমিত চক্রবর্তী বলেন, আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান।