সারাদেশ

ফুলবাড়ীয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালিত 

ময়মনসিংহ প্রতিনিধ : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে  বর্ণাঢ্য র‌্যালি পরে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার  নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, মীর জাহিদুর রহমান (জাহিদ) সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমির মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক।
মহান মে দিবসে বক্তারা শ্রমিকদের অধিকার নিশ্চিতে মাসিক সম্মানী, বিনামূল্যে চিকিৎসা, ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, তারা এখনও সরকারী সুযোগ-সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ইসলাম পুঞ্জিভূত সম্পদ রাখতে নিষেধ করেছে। ইসলামে যাকাতের যে সিস্টেম আছে সেটা যদি আমরা চালু করতে পারি, বাংলাদেশে গরীব নামক শব্দ কে জাদুঘরে পাঠাতে হবে। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে এই বাংলাদেশ কে একটি ইনসাফ পূর্ণ রাষ্ট্র গঠনে আমরা সবাই মিলে সহযোগীতা করবো। আগামী দিনে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,