ফুলবাড়ীয়া প্রেসক্লাবের শপথ গ্রহন অনুষ্ঠান

রফিকুল ইসলাম মানিক :
ঐতিহ্যবাহী ফুলবাড়ীয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকালে উপজেলা পরিষদ হল রুমে শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৪ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যান্যদের মধ্যে ফুলবাড়ীয়া থানার ওসি মোঃ রুকুনুজ্জামান, সহকারী রির্টানিং অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলামসহ সুধিজনরা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।