সারাদেশ

ফেনীতে অয়ন নামে মাদ্রাসা ছাএের আকস্মিক মৃত্যু।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী রেসিডেন্সিয়াল ন্যাশনাল মাদরাসার হেফজ নেজারত শাখার ইমতিয়াজ রহমান অয়ন (১০) নামের এক শিশু শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাতটার দিকে শহরের পাঠান বাড়ি রোড় এলাকার মোমিন জাহান মসজিদের পাশে আবাসিক ভবনে এই ঘটনা ঘটে।ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়,শিশু অয়ন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ওয়ালি পাটোয়ারী বাড়ির দুবাই প্রবাসী খায়ের হোসেনের ছেলে।রেসিডেন্সিয়াল ন্যাশনাল মাদরাসার সভাপতি রফিকুল ইসলাম বলেন,গত বছরের অক্টোবর মাসের ৫ তারিখে হেফজ বিভাগে ভর্তি হয় ইমতিয়াজ রহমান অয়ন।তখন থেকে সে আবাসিকে থাকে।গতকাল রাত ৯টার দিকে প্রথমে বমি করে পরে রাত ১টার দিকে তার বমির সাথে ডায়েরিয়া শুরু হয়।তাকে ওরস্যালাইন খাওয়ানো হয়।আর রাত দেড়টায় দিকে তার মাকে অসুখের কথা জানানো হয়।পরিবার বলছে সকালে মাদসায় আসবে।কিন্তু দুঃখের বিষয় সকাল ৭টায় সে মৃত্যুবরণ করে।তিনি আরও জানান,সকালে পুলিশ এসে অয়নের মরদেহ নিয়ে যায়।এছাড়া ঐ বিভাগের শিক্ষক মিজানুর রহমান কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফেনী মডেল থানায় নিয়ে গেছে।এই বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।জিজ্ঞাসাবাদের জন্য মিজান নামে এক শিক্ষককে পুলিশ হেফাজতে আনা হয়েছে।নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং