সারাদেশ

ফেনীর পরশুরামের কোলাপাড়া স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর পরশুরাম পৌর এলাকার সাউথ কোলাপাড়া স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরি ও মেসার্স রনি ট্রেডার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১০জানুয়ারি শুক্রবার দক্ষিন কোলাপাড়া দেওয়ান গাজী জামে মসজিদের সামনে ফেনী জেলা ছাত্র দলের সদস্য স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ইউছুপ সুফলের সঞ্চালনায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সদস্য,সাউথ কোলাপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিসফাকুস সামাদ (রনি) সভাপতিত্বে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট আবদুল আলিম মাকসুদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী জহিরুল করিম (জনি),উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক বাবু চৌধুরী,বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম (টিপু)নিজ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক মাহবুব,এইড কুমিল্লা রিজওনাল অফিসার মোঃ সোহাগ।সাউথ কোলাপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জানান, যত দিন শীত থাকবে ততদিন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।এছাড়া কোলাপাড়ায় প্রথম শ্রেনী থেকে একাদশ শ্রেনী ছাত্রছাত্রী দের জন্য উন্মুক্ত একটি লাইব্রেরি থাকবে।শুধু মাত্র যুব সমাজ কে মাদক থেকে নিয়ন্ত্রণ রাখার জন্য এই লাইব্রেরি স্থাপন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং