ফেনীর পরশুরামে জুলাই বিপ্লবে আহত ও অংশগ্রহন কারীদের নিয়ে ইদ পুনর্মিলনী।

ফেনীর পরশুরামে জুলাই বিপ্লবে আহত ও অংশগ্রহন কারীদের নিয়ে ইদ পুনর্মিলনী।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর পরশুরামে জুলাই বিপ্লবে আহত ও অংশগ্রহণ কারীদের নিয়ে ইদ পুনর্মিলনী আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।শনিবার(৫ এপ্রিল) বিকালে পরশুরাম উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আবদুল কাদের মিনারের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আরিফুর রহমান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান,জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ইমাম হোসেন সজীব,জাহাঙ্গীর আলম,উপজেলা ইসলামী আন্দোলনের যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।বক্তব্য রাখেন জুলাই অভ্যুথানে আহত গাজী বাপ্পি,আবু হানিফ হেলাল, সাজ্জাদ হোসেন রিয়াদ,ইয়াকুব শরীফ,মো.শাকিল প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে আহতদের ফুল দিয়ে বরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা।