ফেনীর ফুলগাজীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বসার স্থান,পানির ব্যবস্থা করলো মুন্সীরহাট ছাত্রদল।

ফেনীর ফুলগাজীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বসার স্থান,পানির ব্যবস্থা করলো মুন্সীরহাট ছাত্রদল।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের বসার স্থান ও পানির ব্যবস্থা করে মুন্সীরহাট ইউনিয়ন ছাত্র দল।ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য তীব্র গরমে বসার স্থান ও পানির ব্যবস্থা করে মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদল।আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন,ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহবায়ক,মোঃইউসুফ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক,মোশাররফ হোসেন চৌধুরী সোহেল,ইসমাইল হোসেন টিপু,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আবুল কালাম ও দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃফজলু চৌধুরী।ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনামুল হৃদয় ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাহীর তত্বাবধানে এতে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে মুন্সীরহাট ইউনিয়ন ছাত্র দলের সদস্য আবির,রিফাত,সিফাত,রাকিব,রকি,অনিক প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দ জানায়,তীব্র গরমে অভিভাবকদের বসা ও পানির ব্যবস্থা করে যে কোন মানবিক কাজে সহযোগিতা করতে নির্দেশ দেন ফেনী-১ এর সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২