Uncategorized

ফেনীর ফুলগাজীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বসার স্থান,পানির ব্যবস্থা করলো মুন্সীরহাট ছাত্রদল।

ফেনীর ফুলগাজীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বসার স্থান,পানির ব্যবস্থা করলো মুন্সীরহাট ছাত্রদল।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের বসার স্থান ও পানির ব্যবস্থা করে মুন্সীরহাট ইউনিয়ন ছাত্র দল।ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য তীব্র গরমে বসার স্থান ও পানির ব্যবস্থা করে মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদল।আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন,ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহবায়ক,মোঃইউসুফ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক,মোশাররফ হোসেন চৌধুরী সোহেল,ইসমাইল হোসেন টিপু,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আবুল কালাম ও দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃফজলু চৌধুরী।ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনামুল হৃদয় ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাহীর তত্বাবধানে এতে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে মুন্সীরহাট ইউনিয়ন ছাত্র দলের সদস্য আবির,রিফাত,সিফাত,রাকিব,রকি,অনিক প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দ জানায়,তীব্র গরমে অভিভাবকদের বসা ও পানির ব্যবস্থা করে যে কোন মানবিক কাজে সহযোগিতা করতে নির্দেশ দেন ফেনী-১ এর সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

libreoffice download for windows 7 ✓ Get Free Office Suite Now

  • জানুয়ারি ১, ২০২৩
LibreOffice download for Windows 7 offers a free and open-source office suite with Writer, Calc, and Base. ✓ Download now