সারাদেশ

ফেনীর ফুলগাজীতে ফয়জুল উলুম হাবীবিয়া মাদ্রাসার সবক প্রদান ও পুরস্কার বিতরণী।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজীতে ফয়জুল উলুম হাবীবিয়া মাদ্রাসার বার্ষিক সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে ফুলগাজীর ডাক বাংলো সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার মুহতামিম মাও: বেলাল হোসেনের সভাপতিত্বে সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীদের সবক প্রদান করেন ফুলগাজী আশরাফীয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইউসুফ সাদেক ও মাওলানা আবুল হাশেম।
পরে ৪ ক্যাটাগরিতে ৩৪ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন ঘাটঘর মঈনুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী কাসেম নোমানী,মাও:সাইফুল ইসলাম ও মাও:কামাল উদ্দিন।
এই সময় উপস্থিত ছিলেন মুন্সীরহাট তাজকিয়াতুল বানাত মাদ্রাসার মুহতামিম মাও:হারুনুর রশিদ,মাও: মিজানুর রহমান ও মাও:আবুল হাসেম।এছাড়াও সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।মাদ্রাসার মুহতামিম মাও:বেলাল হোসেন তার বক্তব্য বলেন,আমরা ২০২১ সাল থেকে কঠোর সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে তিল তিল করে দাঁড় করিয়েছি।আমরা এখনো ভাড়া জায়গায় মাদ্রাসা পরিচালনা করছি,অর্থ সংকটের কারণে মাদ্রাসার জন্য নির্ধারিত জায়গা এখনো ক্রয় করা সম্ভব হয়নি।বিত্তবানদের আহ্বান করছি মাদ্রাসার জায়গা কেনার অর্থ সহযোগিতা প্রদানের জন্য।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং