ফেনীর সোনাগাজীতে দাবিকৃত চাঁদা না দেয়ায় প্রবাসির স্ত্রীকে হত্যার চেষ্টা।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার কেরামতিয়া এলাকায় দাবিকৃত চাঁদা না দেয়ায় জেসমিন আক্তার (৩৫) নামে এক প্রবাসির স্ত্রীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একটি চক্র।সে চর দরবেশ ইউনিয়নের সৌদি প্রবাসি মহি উদ্দিনের স্ত্রী।৬ জানুয়ারি,সোমবার সন্ধ্যায় উপজেলার কেরামতিয়া বাজারে এই ঘটনা ঘটে।এই সময় জেসমিনের ছোট বোন বিবি কুলছুম লাকি,ভাতিজা মুুহাম্মদ রুবেল ও মুুহাম্মদ সুমনকে পিটিয়েছে সন্ত্রাসীরা।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করেছে।ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহতদের দেখতে যান সোনাগাজী থানার এসআই নিদুল চন্দ্র।আহত রুবেল জানান,চর দরবেশ ইউনিয়নের চিহ্নিত চাঁদাবাজ ও মাদক বিক্রেতা হোসেন আহম্মদ এবং রকি তার ফুফু জেসমিনের কাছে চাঁদা দাবি করেন।তাদের ভয়ে গত চার মাস তিনি বাপের বাড়িতে ছিলেন।স্থানীয় সমাজপতিদের আশ্বাসে তিনি সোমবার বিকালে বাড়িতে যান।সন্ধ্যায় কবিরাজ বাড়ির সামনে হোসেন ও রকি সহ ১০/১২ সশস্ত্র সন্ত্রাসী তাদেরকে পিটিয়ে জখম করে।অভিযুক্ত হোসেনের দাবি,পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষে ঘটনা ঘটেছে।সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন বলেন,অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।