ফেনী ডিবির অভিযানে ৭ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
০৭ কেজি গাঁজাসহ ০১ জন কে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর দিক নির্দেশনায় ফেনী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান এর তত্বাবধানে,জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই/মোহাম্মদ সাঈদ নুর নেতৃত্বে এসআই/তানভির মেহেদী,এসআই/মোঃমাহফুজুর রহমান,এএসআই/শাহাদাত হোসেন,এএসআই মোঃজহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানাধীন ধর্মপুর তারেক ফার্মেসীর সামনে অভিযান পরিচলনা করে১.নেজাম উদ্দিন(৪০),পিতা-মৃত আবদুল হাই,সাং-ধর্মপুর ঈদগাহ,থানা ও জেলা-ফেনী কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ০৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।