ফেনী ডি এন সির মাদকবিরোধী অভিযান গাঁজাসহ ৩ জন গ্রেফতার।

ফেনী ডি এন সির মাদকবিরোধী অভিযান গাঁজাসহ ৩ জন গ্রেফতার।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী ডি এন সির মাদকবিরোধী অভিযান গাঁজাসহ ৩ জন গ্রেফতার।২৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ফেনী জেলা কার্যালয়,ফেনীর উদ্যোগে মাশিয়াত আকতার,সহকারী কমিশনার(ভূমি),ফুলগাজী ও জাহাঙ্গীর হোসাইন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয়,ফেনী এর নেতৃত্বে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ফেনী জেলা কার্যালয়,ফেনীর পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী ও অত্র কার্যালয়ের অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফুলগাজী থানাধীন কলাবাগান আলম পেট্রোল পাম্প সংলগ্ন ও ফেনী মডেল থানাধীন মহিপাল ফ্লাইওভারের নিচে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা করে ৩ জন আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামী দেরকে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত আসামীদের তথ্য আসামীর নাম ও ঠিকানাঃ আব্দুল মোতালেব স্বপন (৪৫), পিতা- মৃত.আব্দুস সাত্তার সাং- দক্ষিণ আনন্দপুর,থানা- ফুলগাজী ও জেলা-ফেনী,সাজা- ০১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০(একশত) টাকা অর্থদণ্ড লোকমান হোসেন (৪২),পিতা- মৃত ছেরাজ মিয়া,সাং- দক্ষিণ আনন্দপুর,থানা- ফুলগাজী ও জেলা-ফেনী,
সাজা-১৫(পনের) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ (চারশত) টাকা অর্থদণ্ড,আসামীর নাম ও ঠিকানাঃ আমিনুল ইসলাম অয়ন(১৯),পিতা-এমডি আলমগীর হোসেন সাং-শিলিমপুর,থানা-বিক্রমপুর ও জেলা- মুন্সিগঞ্জ,সাজা-৩ (তিন) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২