বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও হাঁস মুরগীর বাচ্চা বিতরণ

রাজিব মজুমদার ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ফটিকছড়ির হেয়াকো এলাকায় গ্রামীণ মহিলা প্রশিক্ষানার্থীদের মাঝে হাঁস মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা এর আয়োজনে ও অনুকূল ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার মায়ানী এবং ফটিকছড়ির হেঁয়াকো এলাকায় উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও হাঁস-মুরগী পালন বিষয়ক উন্নয়ন প্রশিক্ষণ প্রদান শেষে ১০ জন প্রশিক্ষণার্থী নারীর মাঝে হাঁস মুরগীর বাচ্চা বিতরণ এবং ৬ জনকে জুস মেশিন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অনুকূল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক কামরুল বাশার ভূঁইয়া, অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, বাংলা ভিশন চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিন, নির্বাহী কর্মকর্তা মনিটরিং মো. দিদার হোসেন, রামগড় উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল মোমেন, ইউনুছ এ্যগ্রোর প্রতিষ্ঠাতা মো. ইউনুছ, অপকা’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. খায়রুল ইসলাম, এরিয়া ম্যানেজার আবদুল মান্নান, প্রোগ্রাম ম্যানেজার রুবেল চন্দ্র দাশ, হেয়াকো শাখা ব্যবস্থাপক রাশেদ উদ্দিন, মায়ানী শাখা ব্যবস্থাপক মোঃ তারেক হোসেন মজুমদার প্রমুখ।