বরিশালে জেলা প্রশাসনের সংবর্ধনায় বানারীপাড়ার জুলাই যোদ্ধা মাসুম

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও জুলাই নিয়ে নির্মিত চলচিত্র প্রদশনি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বানারীপাড়া উপজেলার আহত জুলাই বিপ্লবী যোদ্ধা মোঃ মাসুম বিল্লাহ বক্তব্য প্রদান করেন। জানা গেছে বানারীপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কুন্দিহার (সরদার বাড়ী) মোঃ মাসুম বিল্লাহ ঢাকায় বড্ডা এলাকায় ১৮ জুলাই ২০২৪ বিকালে মিছিল থেকে আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে দেশিয় আস্ত্র দিয়ে আহত করে।