সারাদেশ

বাংলাদেশে শিশু অধিকার নিয়ে গভীর উদ্বেগ: পটুয়াখালীতে আলোচনা সভায় জোরালো আহ্বান

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধিঃ-

বাংলাদেশে শিশু অধিকার ও সুরক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট অংশীজনরা। এ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “শিশু অধিকার পরিস্থিতি উপস্থাপন” শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার (২৯ অক্টোবর) আয়োজিত এই সভাটি যৌথভাবে আয়োজন করে লাল সবুজ সোসাইটি ও মানুষের জন্য ফাউন্ডেশন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম। সভাপতিত্ব করেন লাল সবুজ সোসাইটির প্রোগ্রাম অফিসার মো. ইসরাফিল।

 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, “পরিবার ও বিদ্যালয় হলো শিশুর প্রথম আশ্রয়স্থল। এই দুই স্থানেই একটি শিশুর বেড়ে ওঠার ভিত্তি তৈরি হয়। তাই পরিবার ও বিদ্যালয়ে শিশুদের প্রতি ভালোবাসা, যত্ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

 

তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। তাই তাদের বেড়ে ওঠার পরিবেশ হতে হবে নিরাপদ। কোনো শিশুই যেন বুলিং বা মানসিক নির্যাতনের শিকার না হয়—এ বিষয়ে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।”

সভায় লাল সবুজ সোসাইটির প্রতিনিধি মোমেনা সিফা রুমকি শিশু অধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের ১২টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ১,২৮৯টি শিশু বিষয়ক সংবাদের বিশ্লেষণে দেখা গেছে—এর মধ্যে ১,০৬৯টি ছিল নেতিবাচক ও মাত্র ২২০টি ইতিবাচক সংবাদ।

 

তিনি আরও জানান, “শিশু নিপীড়ন, ধর্ষণ ও হত্যা, স্বাস্থ্য বৈষম্য এবং দুর্ঘটনায় মৃত্যু—এই তিনটি বিষয়ই শিশু সুরক্ষার সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষত ঢাকা বিভাগে সর্বাধিক সংখ্যক ঘটনার তথ্য পাওয়া গেছে, যা শহর ও গ্রামের মধ্যে শিশু সুরক্ষায় বৈষম্যের ইঙ্গিত দেয়।”

 

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, পৌরসভা, সরকারি কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, শিশু একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মকর্তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,