বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার এডহক কমিটি অনুমোদন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার নির্ধারিত সময়ের মধ্যে ত্রি-বার্ষিক সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় পূর্বের কমিটি বাতিল করে বাংলাদেশ শিক্ষক সমিতি (টিবিএ)’র গঠনতন্ত্রের ১৬ (ঝ) ধারা মোতাবেক নিম্নবর্ণিত ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক।বিটিএ এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ স্বাক্ষরিত বিটিএ/১/৮৫/২০২৫ নং স্মারকে এই তথ্য নিশ্চিত করেন।বিটিএ ফেনী জেলা শাখার এডহক কমিটিতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ ভূঁইয়াকে সভাপতি ও ফেনী সদর উপজেলা ফকির হাট আবু বক্কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং আলমগীর চৌধুরীকে সদস্য সচিব করা হয়।২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটির সদস্যরা হলেন,সোনাগাজী উপজেলার বক্তার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম,ফেনী সদর উপজেলার লস্করহাট এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফরিদ আহম্মদ, দাগনভূঞা উপজেলার রামনগর কে এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ,ফুলগাজী উপজেলার নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর মজুমদার,পরশুরাম উপজেলার নরনিয়া মুন্সীর খিল পজির উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন মজুমদার,ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এজেড খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আরিফুর রহমান, সোনাগাজী উপজেলার দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ আহমেদ,ফুলগাজী উপজেলার করৈয়া কালীকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল বারী,সোনাগাজী উপজেলার সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান,পরশুরাম উপজেলার চন্দনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবীবুর রহমান মজুমদার, দাগনভূঞা উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন,ছাগলনাইয়া উপজেলার কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন চৌধুরী সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃরহিম উল্যাহ চৌধুরী, ছাগলনাইয়া উপজেলার হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব,সোনাগাজী উপজেলার আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনম মহিউদ্দিন, ফেনী সদর উপজেলার শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক একেএম মনিরুল আলম, ছাগলনাইয়া উপজেলার ছালেমানজির উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশীদ আহমেদ,ফেনী সদর উপজেলার ফেনী ল্যাবরেটরী হাইস্কুলের সিনিয়র শিক্ষক শমিউল হক ও ফেনী সদর উপজেলার রতনপুর হাজী সৈয়দের রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোসেন।বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ উল্লিখিত কমিটি অনুমোদন তথ্য নিশ্চিত করে জানান, উক্ত এডহক কমিটি নিয়মিত কমিটির অনুরূপ সকল ক্ষমতা প্রয়োগ ও সকল দায়িত্ব পালনের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত সময় আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়।