বাগেরহাটের ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার
বাগেরহাটের ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার (২২) নামে এক যুবককে আটক করেছে সাধারণ মানুষ। পরে তাকে কাটাখালী হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে উপজেলার কাটাখালী মোড়ে। স্থানীয়রা জানান, ওই সময় মাদক ব্যবসায়ী ইব্রাহিম গাঁজা বহন করছিলেন। বিষয়টি বুঝতে পেরে সাধারণ মানুষ তাকে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে ও উদ্ধারকৃত ৮ কেজি গাঁজাসহ থানায় নিয়ে যায়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহম্মেদ জানান, আটককৃত ইব্রাহিম তালুকদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।