সারাদেশ

বাগেরহাটে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা’সহ আটক ১

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কবির হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
পুলিশ জানায়, জব্দকৃত ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ পঁচাশি হাজার টাকা।
শনিবার (২৫ জানুয়ারি)  ২:৩৫ ঘটিকায় বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে
 এস আই গৌতম কুমার মন্ডলের নেতৃত্বে বাগেরহাট সদর মডেল থানার এস আই মোঃ আবু হানিফ কামাল’সহ একটি চৌকস টিম বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামস্থ মারিয়ার পল্লীর সামনে শফিকুল ইসলাম এর মুদি দোকানের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ কবির হাওলাদারকে আটক করে পুলিশ।
আটককৃত কবির হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের মৃত জেহের আলী হাওলাদারের ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ কবির হাওলাদারকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা’সহ আটক করেছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,