বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয় উদ্বোধন
মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রায়পুর বাজার বণিক সমিতির উদ্যোগে অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। রায়পুর বাজারে অবস্থিত সমিতির নতুন অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলমগীর হোসেনের তত্ত্বাবধানে সাংগঠনিক সম্পাদক জিয়া উল্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বণিক সমিতির নির্বাচিত সদস্যবৃন্দসহ রায়পুর বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, বাজারকে শৃঙ্খলার আওতায় আনতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানজট নিরসন, ফুটপাত অবমুক্তকরণ ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। তিনি ব্যবসায়ীদের স্বার্থে সিন্ডিকেটবিরোধী কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়। রায়পুর বাজার বণিক সমিতি তার উজ্জ্বল উদাহরণ, যারা নিরলসভাবে ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।
সমাপনী বক্তব্যে বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, ব্যবসায়ীদের ঐক্যই হচ্ছে শক্তি। ব্যবসায়ীদের সমস্যার সমাধান ব্যবসায়ীরাই যেন ঐক্যবদ্ধভাবে করতে পারে—এই লক্ষ্য নিয়ে সমিতি কাজ করে যাচ্ছে। তিনি বণিক সমিতিকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ আগত অতিথিদের কাছে বাজারের যানজট নিরসনসহ বাজার সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রায়পুর সাবরেজিস্টার অফিস জামে মসজিদের খতিব আরিফ হোসেন মিয়াজী।





