বানারীপাড়ায় ইউএনও মোঃ বায়েজিদুর রহমানের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া।
বরিশালের বানারীপাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিকবৃন্দ। 2 ডিসেম্বর সোমবার বিকেলে ইউএনওর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক মাসুম সরদার, ইলিয়াস শেখ, মোঘল সুমন শাফকাত (শুভ),জাহিন খালাসী,সোহেল মাহবুব, সৈয়দ নুরুজ্জামান পলাশ, রাজু লস্কর, আব্দুল্লাহ আল নোমান, কেশব লাল বিশ্বাস প্রমূখ। প্রসঙ্গত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান শরিয়তপুরে (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি পদ থেকে পদোন্নতি পেয়ে 18 নভেম্বর বানারীপাড়ায় যোগদান করেন। এদিকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই এলাকার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সাংবাদিক সহ সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সাথে ঐক্যবদ্ধ থেকে নিরলস শ্রম দেয়ার অভিমত ব্যাক্ত করেন।