বানারীপাড়ায় কমিউনিটি পর্যায়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা ক্যাম্প অনুষ্ঠিত।
																																		
বানারীপাড়া প্রতিনিধি।
                                    বানারীপাড়ায় প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার  (কোডেক)’র উদ্যোগে কমিউনিটি পর্যায়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের মাদারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি শতাধিক অসহায় গরীব ও প্রতিবন্ধীদের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা সহ বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে অতিথি হিসেবে ক্যাম্প পরিদর্শন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি এন্ড হসপিটাল পরিচালক প্রফেসর ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী, কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক আখতারুজ্জামান, অপথালমোলজি সোসাইটি অব বাংলাদেশ  পরিচালক ডা.জানে আলম মৃধা, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ  পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.এস এ এম মশিউল মুনীর,বরিশাল সিভিল সার্জন ডা.এস এম মঞ্জুর এ এলাহী, ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি এন্ড হসপিটাল সহকারী অধ্যাপক ডা.এস এম এনামুল হক, ডা. মাহাবুবুল হক, ডা.জাফর, সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান শেরেই বাংলা মেডিকেল কলেজ ডা.শফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক জুয়েল ইলিয়াস রব,বরিশাল সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল,  বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফকরুল ইসলাম মৃধা,  আই ই এইচ প্রকল্পের  প্রজেক্ট ম্যানেজার হিমানুর নাহার বিথী, সিনিয়র টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান,  ইনক্লুশন এন্ড ক্যাপাসিটি  অফিসার  সজীব নাথ বানারীপাড়া উপজেলা কডিনেটর তোফায়েল আহমেদ সদর উপজেলা কো অডিনেটর পারভেস হাওলাদার,  বাকেরগন্জ উপজেলা কো অডিনেটর আইরিন আক্তার ,বানারীপাড়া অরগানাইজার সাহিনুর,  বাকেরগন্জ অরগানাইজার ইব্রাহীম,বরিশাল  সদর উপজেলা অরগানাইজার সুমাইয়া আক্তার এছাড়া  সহযোগি সংগঠন  বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ সভাপতি  সেকেন্দার আলী সহ সভাপতি মোঃ রেজাউল ইসলাম বেল্লাল , সম্পাদক  রোজিনা খানম সহ ওপিডির কার্যকারী কমিটির সদস্যবৃন্দ।
ইলিয়াস শেখ
        
                        


                        
                            
