বানারীপাড়ায় কৃষকদের মাঝে আভাসের কৃষি উপকরন বিতরণ

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় এ্যাসোসিয়েশন অফ ভলান্টারী এ্যাকশনস্ ফর সোসাইটি (আভাস) কর্তৃক বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্প উন্নত কৃষি বিষয়ক প্রদর্শনী স্থাপনে কৃষি উপকরন বিতরন করা হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানের উপস্থিতিতে কৃষি উপকরন বিতরন করা হয়। এসময় মোট ১২ জন কৃষকের মাঝে কৃষি উপকরন বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার প্রদীপ দাস,অগ্রপথিক বিভূতী ভূষন রায় ও অর্চনা হালদার প্রমূখ।