বানারীপাড়ায় গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বানারীপাড়া প্রতিনিধি
জুলাই – আগষ্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বরিশালের বানারীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোস্তফা কামাল বানারীপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃফকরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃইলিয়াস শেখ, মোঘল সুমন শাফকাত (শুভ),জাহিন খালাসি, প্রমূখ। সভাশেষে গন- অভ্যুথানে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।