বানারীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া।
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বানারীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বরে রেলি শেষে উপজেলা মিলনায়তনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আঃ রহমান সন্যমতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আলম মিঞা,সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা,থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোকাম্মেল হোসেন মোজাম্মেল, পৌর জামায়াতের আমির মোঃ কাওসার হোসেন,প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ, সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল আলম মিঠু,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ), সাংগঠনিক সম্পাদক সৈয়দ পলাশ, সাংবাদিক জাকির হোসেন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও জাতি গঠনে তাদের ভূমিকা সহ তরুণ প্রজন্মকে শিক্ষা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে জাতীয় উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।