সারাদেশ

বানারীপাড়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে মারধরের অভিযোগ!

  • বানারীপাড়া প্রতিনিধ।

    বরিশালের বানারীপাড়ায় পাওনা টাকা চাইতে গেলে বৃদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আহত ঝুনু বাদী হয়ে মোসাম্মৎ আখি বেগম, নজরুল সরদার, মোসাম্মৎ নিপুনকে আসামি করে বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডাইরি সূত্রে জানা গেছে ঝুনুর ছেলে সোহেল সরদারের কাছ থেকে তার ভাসুর ছেলে নজরুল সরদার প্রায় সাত বছর আগে এক লক্ষ টাকা ধার নেয়। ওই টাকা চাইতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা করে।ঘটনার দিন ১৯ ডিসেম্বর দেনাদার আখির বানারীপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভাড়া বাসায় পাওনাদার ঝুনু টাকা চাইতে গেলে উপরোক্ত আসামিরা তার উপরে হামলা চালায়। ঝুনুর ডাক চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হলো তাদের সামনেই ঝুনুকে খুন জখমের হুমকি দেয়। পরে আহত ঝুনু বানারীপাড়া থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং