সারাদেশ

বানারীপাড়ায় বিএনপির সাবেক সম্পাদক মাহবুব মাষ্টারের ভাতিজাকে মাদক সহ আটকের পরে ৩৪ ধারায় কোর্টে পাঠালো পুলিশ

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া।

বরিশালের বানারীপাড়ায় দুই যুবককে বেশামাল অবস্থায় পৌর শহরের প্রান কেন্দ্র সরকারি ইউনিয়ন ইনষ্টিটিউশন ( হাই স্কুল)  মাঠ থেকে সল্প মাদক দ্রব্য সহ আটক করে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় ১লা ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে বানারীপাড়া থানার কয়েকজন পুলিশ হাইস্কুল মাঠে হানা দিয়ে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শামিমরে ছেলে মাহিব ও সাব্বির নামের ওই দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে মাদক সেবীদের ছাড়িয়ে নেওয়ার জন্য থানা চত্বরে প্রায় অর্ধ শতাধিক মাদকসেবি অবস্থান করে। এদিকে মাহিব উপজেলা বিএনপির সাবেক সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টারের আপন ভাইয়ের ছেলে হওয়ায় তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে চলে উচ্চ পর্যায়ের তদবির। কিন্তু থানা পুলিশের কঠোর অবস্থান থাকায় সে সুযোগ কাজে আসেনি। পরদিন ২ ফেব্রুয়ারী সকালে আসামিদের ৩৪ ধারায় অভিযুক্ত দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়। এ বিষয়ে ওসি মো: মোস্তফা জানান মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ভূমিকায় থাকবেন। তিনি আরও জানান মাদকের সাথে জড়িত যত রাঘব বোয়াল থাকুকনা কেন সকলকেই আইনের আওতায় আনা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,