সারাদেশ

বানারীপাড়ায় বিএনপি নেতা সবুর খানের প্রতিবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতা আব্দুস সবুর খান। 

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া তথ্য প্রচার করে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপতৎপরতা চালাচ্ছে কিছু কুচক্রী মহল। সম্প্রতি বানারীপাড়ায় একটি ডাকাতির মামলায় শহিদুল ইসলাম মানিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে থানা পুলিশ। কুচক্রী মহল ধারণা করছে শহিদুল ইসলাম মানিককে গ্রেফতারের পিছনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খানের হাত রয়েছে। এদিকে সবুর খান জানান তার সাথে শহিদুল ও তার পরিবারের সাথে কখনো কোন ধরনের বিরোধ নেই। অথচ ওই কুচক্রী মহল সবুর খানকে দোষারোপ করে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। জানা গেছে  কামাল নামের একজন আওয়ামী সমর্থক ব্যক্তি এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত। সম্প্রতি মসজিদের মাহফিলের সময় মাইক চুরি সহ বাইশারী গ্রামের সফি ঘরামীর ঘরে চুরির ঘটনায় জনৈক হারুন বেপারীর কাছে তার স্বীকারোক্তি দেয় কামাল খলিফা। সেসময় কামালকে গন ধোলাই দেয় এলাকাবাসী। এছাড়াও কামাল এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে কামাল। এ সুযোগে আওয়ামী সমর্থীত প্রপাগাণ্ডা গুজব ছড়ানো ওই গোষ্ঠী সবুর খানের বিরুদ্ধে এসব কুৎসা রটিয়ে তাকে হয়রানি করছে বলে দাবি করেন। একান্ত সাক্ষাৎকারে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান  জানান কোন দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। কিছু স্বার্থান্নাসী মহল তার (সবুর খানের) রাজনৈতিক, সামাজিক ভাবমূর্তি নষ্ট করতে এমন অপপ্রচারে লিপ্ত রয়েছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দুঃসময়ে দলের পাশে থাকা বানারীপাড়া উপজেলা বিএনপির ত্যাগী কর্মী বান্ধব নেতা সবুর খান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,