বানারীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন

বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়।উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল,অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালী,আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফখরুল ইসলাম মৃধা।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর সহকারি প্রকৌশল মোহাম্মদ আলী হোসেন সঞ্চালন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহফুজুর রহমান ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলটের শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শ্যামল চন্দ্র ও মোঃ জসিম উদ্দিন, শিক্ষক ও সাংবাদিক মোঃ সাইদুল ইসলাম মোঃ ইলিয়াস শেখ সাংবাদিক, মোঘল সুমন শাফকাত শুভ, জাকির হোসেন, মোঃ নুরুজ্জামান পলাশ,মাইদুল ইসলাম শফিক প্রমুখ। আলোচনা শেষে হাত ধোয়া প্রদর্শণী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।