বানারীপাড়ায় মে দিবস সফল ভাবে পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় মে দিবস সফল ভাবে পালনের প্রস্তুতি সভা করেছে উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দরা। ২৩ এপ্রিল বুধবার বিকেলে বন্দর বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি ফকরুল সিদ্দিকী সম্রাট তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল লস্করের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সান্টু ডাকুয়া, পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মল্লিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জকু প্রমূখ। প্রস্তুতি সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি ফকরুল সিদ্দিকী সম্রাট তালুকদার বলেন সকল শ্রমিক ভাইদের ভাগ্যোন্নয়ে উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ সর্বদা তাদের পাশে রয়েছেন এবং তাদের যেকোনো সমস্যা উত্তরণে শ্রমিক দল নেতৃবৃন্দ সর্বদাই পাশে থেকে সংকট নিরসনে অগ্রণী ভূমিকায় থাকবেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে আঃ জলিল,মোঃ সুমন সরদার,জাকির, রাজিব চোকদার,দুলাল দরবেশ,আলমগীর হোসেন, আঃ ছালাম,বাবুল হোসেন, সুমন ও রিয়াজ প্রমূখ।