বানারীপাড়ায় শিখা প্রকল্পের স্কুল পর্যায় (GBV) প্রতিরোধ কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বানারীপাড়া প্রতিনিধি।
ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা বরিশালের বানারীপাড়া উপজেলা পল্লী উন্নয়ন অফিস ট্রনিং রুমে ( জিবিভি ) প্রতিরোধ কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। (২৩ জুলাই বুধবার সকাল ১০.৩০ মিনিটে কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়শ্রী কর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মন্ডলী, সহকারী শিক্ষকগণ এবং স্কুল কমিটির সদস্য ও যৌনহয়রানি প্রতিরোধ কমিটির সদস্যগণ, এবং কর্মপরিকল্পনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধন শিক্ষক মহোদয় জনাব এম. তারিকুল ইসলাম তারেক।
ব্র্যাক “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা”- এই প্রকল্পটি ‘ইউরোপীয় ইউ নিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশাল সহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জ এবং রাজশাহী) জেলাতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০ টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষকমন্ডলী এবং সাংবাদিক সহ ব্র্যাক প্রতিনিধিগণ। মূলত এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্য বিবাহ, বুলিং- এর মত অপরাধ কমানো যায় সে বিষয়ক কর্মপরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ করা হয়।
কর্মপরিকল্পনায় ব্র্যাক এর পক্ষথেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃতৌহিদুর রহমান, প্রজেক্ট অফিসারবৃন্দ – কিশোর মিস্ত্রি, মায়িশা খান, অনিক বিশ্বাস এবং ভলান্টিয়ার সহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।